ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
- আপডেট সময় : ১২:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‘খ’ ইউনিটে এবার মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। আসনসংখ্যা ২ হাজার ৩৭৮। সে হিসাবে আসনপ্রতি পরীক্ষার্থী ২০ জন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দিচ্ছেন ঢাবি ক্যাম্পাসে। বাকি আবেদনকারীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ হাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫ হাজার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।