দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর আর কোনো বাস্তবতা নেই : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের পক্ষে সারাদেশের নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তিনি দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের বাসা-বাড়ি পাহারা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা সদরের সংসদ সদস্য বাহারের বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। কেউ অপকর্ম করলে, চেতনা-বিরোধী কথা বললে, ব্যবস্থা নেয়া হবে। বিএনপিকে সাম্প্রদায়িক দল অভিহিত করে তিনি বলেন, তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর আর কোনো বাস্তবতা নেই বলেও জানান ওবায়দুল কাদের।