মানুষের জন্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রলোভনেও রাজনীতি থেকে সরে যাইনি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকায়, রাজনীতি থেকে সরে যেতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রলোভনে পড়েননি তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রি আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস এবং অস্ত্রের ঝনঝনানি ছিলো। সেখানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে বর্তমান সরকার। গেলো দেড় দশকে শুধু শিক্ষা ব্যবস্থা নয় পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে সরকার বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২৫৭টি কলেজের অধ্যক্ষরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ হাজার ৩শ ৯৪ জন মেধাবী অসচ্ছল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ১৯টি শর্ট কোর্সের উদ্বোধন করেন সরকার প্রধান।
বক্তব্যের শুরুতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। যুগোপযোগী শিক্ষা এবং দেশপ্রেম নিয়ে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতায় দেড় দশকে শুধু শিক্ষা নয় পুরো বাংলাদেশকে আমূল বদলে দিয়েছে সরকার। বিগত জোট সরকারের সময় শিক্ষাঙ্গনের সন্ত্রাস ও নৈরাজ্যের কথাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি থেকে সরে যেতে তত্ত্বাবধায়ক সরকারের দেয়া কোন প্রলোভনে পড়েননি। দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছাতেই রাজনীতিতে জড়িয়ে আছেন বলেও জানান তিনি।
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে অনলাইন ভিত্তিক মনিটরিং সিস্টেম কার্যকর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশও দেন প্রধানমন্ত্রী।