তত্ত্বাবধারক সরকার পূর্নাঙ্গ সমাধান নয় : জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
তত্ত্বাবধারক সরকার ব্যবস্থাকে পূর্নাঙ্গ সমাধান মনে করে না জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিরপেক্ষদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
দুপুরে দলের বনানী কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় যোগ দিয়ে জিএম কাদের বলেন, মানুষের মাঝে নির্বাচনের আগ্রহ কমছে । আগ্রহ কমেছে রাজনৈতিক দলের প্রতিও। বিরাজনীতিকরনে বিএনপি নির্বাচন থেকে সড়ে যাচ্ছে। অনেক প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে অভিযোগ করে-জিএম কাদের বলেন, এজন্য অনেকেই নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন না। অনেক রাজনৈতিক দল বিলীন হওয়ার পথে। শক্তিশালী, নিরপেক্ষ কমিশন গঠন করে তাদের হাতে নির্বাহী ক্ষমতা দিতে হবে বলে মন্তব্য করেন জিএম কাদের।