তথ্য-প্রযুক্তি ব্যবহার ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচার কাজ পরিচালনার বিধান
- আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
তথ্য-প্রযুক্তি ব্যবহার ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচার কাজ পরিচালনার বিধান রেখে একটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশ হিসেবে জারি করবে। আর পার্লামেন্ট বসার প্রথম দিনেই বিল আকারে উপস্থাপিত হবে।
এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১১ টায় গণভবনে বসে মন্ত্রিসভার বৈঠক। করোনা ভাইরাসের ছুটির মধ্যে কেবল অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে স্বল্প পরিসরের এ বৈঠকে গুরুত্ব পায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও এর কারণে দেশের নানা খাতে নেতিবাচক প্রভাব।
বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে, পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকায় মামলাজট যেমন বাড়ছে, তেমনি বিচারপ্রার্থীরা বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে সভায় ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ,২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
ব্যাখ্য্যায় মন্ত্রিপরিষদ সচিব জানান, এই অধ্যাদেশের ফলে লোক সমাগম না করে, আসামিকে জেলখানায়, আইনজীবীকে বাসায় আর সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং ও ডিজিটাল পদ্ধতিতে বিচার কাজ করা সম্ভব হবে।
বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন, ২০২০ ও আয়কর বিষয়ক সংশোধিত একটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।