তরুণদের আত্মপক্ষ ও প্রতিপক্ষ চিনতে হবে : সন্তু লারমা
- আপডেট সময় : ০৯:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
আদিবাসী যুবসমাজকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি । সন্তু লারমা বলেন, তরুণদের আত্মপক্ষ ও প্রতিপক্ষ চিনতে হবে। সেটা না বুঝে বিভ্রান্ত হওয়া যাবে না।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসীদের ভূমি ও আত্ম নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় যুব শক্তির ভূমিকা ও রাষ্ট্রের দায়িত্ব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য আত্ম-নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি।
সেমিনারে রাজনৈতিক, শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা জানান, দেশের ৪০ লাখেরও বেশী আদিবাসী মানবাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
সেশিনারে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সংবিধানে সবার সমান অধিকারের কথা বললেও বাস্তবতা ভিন্ন।
সেমিনারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা আদিবাসী তরুণদের উদ্দেশে বলেন, আত্মপক্ষ ও প্রতিপক্ষ চিনতে হবে। সংগ্রাম কিসের জন্য, কেন, সেটা না বুঝে বিভ্রান্ত হওয়া যাবে না।
চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম।
আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়।