তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসেই কাজ শুরু করেছে আওয়ামী লীগ সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদিত পণ্য বাজারজাতের দিকেও নজর দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দেশের শিল্পখাতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে বলে জানান তিনি। কোভিড, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশন না হলে দেশ আরও এগিয়ে যেত বলেও মনে করেন সরকার প্রধান। এ সময় বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়কে শ্রমঘন শিল্পের দিকে মনোযোগ দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ৭ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।