তরুণ নেতা-কর্মীরা সক্রিয় না হওয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না: ফখরুল
- আপডেট সময় : ০৭:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
তরুণ নেতা-কর্মীরা সক্রিয় না হওয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না বলে মনে করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করেন।দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকান্ড ও ইতিহাস বিকৃতির সমালোচনা করেন।
জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সুযোগে আওয়ামী লীগ, পুন:জন্ম নেয় বলে দাবি করেন তিনি।খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতা-কর্মীদের তৎপর হতে বলেন, বিএনপি মহাসচিব।
দেশের সার্বিক অবস্থা ভালো নয় উল্লেখ করে আবারো সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।