তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপে নাক গলালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে
- আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপে নাক গলালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভিকে এবং বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল এ কথা বলেন ওয়াং ই। এ সময় তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।ওয়াং ই বলেন, স্বাধীনতাকামী বাহিনীকে উসকে দিয়ে তাইওয়ানকে ভয়ংকর ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র। চীনের ভূখণ্ডের সঙ্গে একীভূত হওয়া ছাড়া তাইওয়ানের জন্য আর কোনো পথ খোলা নেই। তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ প্রয়োগে যে ইস্যুগুলো সামনে আনছে তার মধ্যে অন্যতম তাইওয়ান। এ ছাড়া উইঘুর ইস্যুকে সামনে এনে চীন জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র।তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। আর নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে তাইওয়ান।