তাপমাত্রা বৃদ্ধির সঙ্কট থেকে বাঁচতে শিগগিরই একটি বৈশ্বিক ঐক্যবদ্ধ ব্যবস্থার তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
তাপমাত্রা বৃদ্ধির সঙ্কট থেকে বাঁচতে শিগগিরই একটি বৈশ্বিক ঐক্যবদ্ধ ব্যবস্থার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যবস্থা যেন প্রতিকারমূলক হয় তার ওপর জোর দেন তিনি। ইউএনএফসিসিসি রেস টু জিরো ডায়ালগের একটি উচ্চ পর্যায়ের প্যানেলে ‘নেট-জিরো লক্ষ্য পূরণে রূপান্তরকালীন নেতৃত্ব’ শীর্ষক সমাপ্তি অধিবেশন ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়তে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখনই কোন পদক্ষেপ না নিলে পৃথিবী বেঁচে থাকার অনুপযুক্ত হয়ে পড়বে। এজন্য উষ্ণতার বাড়ানোর জন্য জি-২০ দেশগুলো তিন চতুর্থাংশের জন্য দায়ী বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশগুলোর নেতৃত্বের কাছ থেকে আরও দায়িত্বশীল পদক্ষেপ আশা করছি। এসময় তিনি ‘জলবায়ু সহসশীলতা দিবস’ নামে একটি আন্তর্জাতিক দিবসের নামকরণের আহ্বান জানান। উষ্ণতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সহায়তার দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য প্রতি বছর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রয়োজন। প্রধানমন্ত্রী মত দেন যে, প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই একমাত্র উপায় এবং ‘লোকসান ও ক্ষয়ক্ষতির’ বিষয়টি অবশ্যই মূলধারাভুক্ত করতে হবে। তিনি সংশ্লিষ্ট বিশ্ব নেতৃত্বের প্রতি রেয়াতি অর্থায়ন, ঋণ মওকুফ এবং সকলের প্রযুক্তিতে অ্যাক্সেসের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।