তাপস পালের মৃত্যুর জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল নেতা তাপস পালের মৃত্যুর জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল তাপসকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন মমতা। তিনি দাবি করেন, একটি এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন তাপস। সেই চাপ সামলাতে না পেরেই অসময়ে চলে গেলেন তাপস পাল। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস-সহ রাজ্যের সব বিরোধী দল। রাজনৈতিক ফায়দা লাভের জন্য মমতা এই মন্তব্য করেছেন বলে দাবি করে তারা। প্রায় ১ বছর এক মাস জেলে থাকার পর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি কটকের ঝাড়পদা জেল থেকে মুক্তি পান তাপস পাল। এরপর থেকে অসুস্থ ছিলেন বাংলা সিনেমার এক সময়ের কিংবদন্তি তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।