তামাশার নির্বাচন দেশের মানুষ মানবে না : বিএনপি
- আপডেট সময় : ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে বিএনপি, সমমনা দল ও জোটের নেতারা। রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সমমনা দল ও জোট নেতারা। এসময় ভোট বর্জনের আহ্বান জানিয়ে নেতারা বলেন, তামাশার নির্বাচন দেশের মানুষ মানবে না।
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠন ও তামাশার নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে, রাজধানীতে সফল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, সমমনা দল ও জোটের নেতাকর্মিরা। এলিফ্যান্ট রোড ও বেইলি রোডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাযয় অসহযোগ আন্দোলন সফল করতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মিরা গণসংযোগ ও পদযাত্রায় অংশ নেন।এসময় তারা লিফলেট বিতরণ করেন। আগামী ৭ জানুয়ারি ঘোষিত নির্বাচনকে তামাশা হিসেবে মন্তব্য করে ভোট বর্জনের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ২৬টি আসনের লোভে ফাঁদে পা না দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন বর্জনের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। নিষেধাজ্ঞা আরোপ করে চলমান আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।