তামিমের আড্ডা- বাংলাদেশের দর্শকদের আশানুরূপ সমর্থন না পাওয়ার আক্ষেপ রোহিতের
- আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
তামিম ইকবালের অনলাইন আড্ডায় এবার অতিথি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। দুই দেশের দুই ওপেনারের আলোচনায় উঠে আসে মাঠের নানা স্মৃতি। বাংলাদেশের দর্শকদের আশানুরূপ সমর্থন না পাওয়ার আক্ষেপ জানান রোহিত। বিশ্বকাপে রোহিতের ক্যাচ মিস করে সমালোচনায় পড়ার ঘটনা স্মরণ করেন তামিম।
মাঠের খেলা বন্ধ, অলস সময় কাটছে ক্রিকেটারদের। তাই মাঠ ও মাঠের বাইরের অজানা তথ্য সমর্থকদের জানানোর চেষ্টা তামিম ইকবালের। যার মাধ্যম ভার্চুয়াল জগত। দেশের গন্ডি পেরিয়ে আড্ডা হচ্ছে বিদেশি বন্ধুদের সাথেও। এবারের আড্ডায় তামিমের সঙ্গী ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।
বিশ্বকাপে রোহিতের ক্যাচ মিসে কত সমালোচনা সইতে হয়েছে তামিম ইকবালকে। রোহিত শর্মার সাথে অনলাইন আড্ডায় সেই প্রসঙ্গ সামনে আনলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
মাঠের বাইরে যেমন তেমন, ২২ গজে নামলেই দেখা যায় রুদ্রমূর্তিতে। যার নামের পাশে বসেছে হিটম্যানের টাইটেল। সেই রোহিতও নাকি ব্যাট হাতে নার্ভাস হন সবসময়ই।
যে বলে আমি নার্ভাস না সে মিথ্যে বলে। প্রথম ম্যাচ হোক বা ৩০০তম নাভার্স সবাই হয়। কারণ সবাই ভালো খেলার জন্য নামে। আর সে কারণেই নাভার্স হওয়াটা স্বাভাবিক। আমিতো সব ম্যাচেই প্রথম ১০-১৫ মিনিট খুবই নার্ভাস থাকি।- জানান রোহিত
বাংলাদেশকে পেলেই যেন হিটম্যানের হিট বেড়ে যায় আরো কয়েকগুন। সবমিলিয়ে টাইগারদের বিপক্ষে ম্যাচ খেলেছেন ৩০টি। নামের পাশে দেড় হাজার রানের পাশাপাশি ৬টি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পরও বাংলাদেশের দর্শকের থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ার আক্ষেপে ভুগছেন ভারতীয় ওপেনার।
রোহিত আরও বলেন- প্রত্যেকটা খেলোয়াড় দলের হয়ে শতভাগ দিতে চায়। সবাই দলকে জেতাতে চায়। আমিও চেষ্টা করি। বাংলাদেশে খেলেছি, দেখেছি, সমর্থকরা কতোটা আবেগপ্রবণ। বিশ্বের সব জায়গায় ভারতীয় দর্শকের সমর্থন পাই। একমাত্র বাংলাদেশে সেটা হয়না।
প্রতিবেশী ক্রিকেটার, তাইতো টাইগারদের নিয়ে কথা হয়েছে বিস্তর। রোহিত পরামর্শ দেন, কিভাবে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় বিপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগকে।