তামিমের বিদায়ে পঞ্চ পাণ্ডবের অন্যরা যা বলছেন
- আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
বাংলার ক্রিকেট ভক্তদের বহুবার আবেগের জোয়ারে ভাসিয়েছেন পঞ্চপাণ্ডবখ্যাত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ৷ তামিমের অবসরের ঘোষণায় তারাও ব্যথিত৷
মাশরাফি বিন মুর্ত্তোজা অবসর নিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ চোখের জলে ভক্তদের কাঁদিয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল৷ তামিমের বিদায়ে কী ভাবছেন অন্য পাণ্ডবরা?
পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবার আগে তামিমের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজা৷ মাশরাফি লেখেন ‘‘যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস৷ যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি৷ পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম৷ যে কোনও সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী৷ আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে! ..তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম৷ কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত৷”
মাশরাফির পর ফেসবুকে নিজের ভাবনার কথা প্রকাশ করেন মিস্টার ডিপেনডেবল সাবেক ক্যাপ্টেন উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷ তার ইংরেজি স্ট্যাটাসের ভাবার্থ অনেকটা এমন, ‘‘আমাদের দারুণ সব স্মৃতি আছে, কৃতিত্ব, জয় উদযাপন করেছি এবং একসঙ্গে কঠিন সময় পার করেছি৷ এটা বিশ্বাস করা খুব কঠিন যে আমাদের আর ড্রেসিংরুমে দেখা হবে না এবং একসাথে জাতিকে বিজয়ের পথে নিয়ে যাওয়া হবে না৷..বিদায় বন্ধু- আমার চোখে তুমি আমাদের দেশের সেরা ব্যাটার৷ তোমাকে নিয়ে সত্যিই গর্বিত৷”
মুশফিকের পর প্রায় কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ৷ তিনিও ইংরেজিতে পোস্ট করেন৷ মাহমুদুল্লাহ লেখেন, ‘‘গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা৷ অবসরের প্রতিটি সিদ্ধান্তই বেদনাদায়ক এবং এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখিত৷ আমরা এত বছর ধরে দলের সঙ্গী, একসঙ্গে অনেক স্মৃতি ভাগাভাগি করে নিয়েছি৷ বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অসীম৷…”
তামিমের অবসরের ঘোষণার একদিন পর নিজের ভাবনার কথা প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ সাকিব নিজের ওয়ালে বড় একটি পোস্টে লিখেছেন৷ তিনি লিখেছেন, ‘‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি৷ আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে৷…
তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে৷ তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ কর৷”
তামিমের এই হুট করে বিদায় বলে দেয়াটা মানতেই পারছেন না তার অসংখ্য ভক্ত, সতীর্থ ও দেশের বিনোদন তারকারাও৷
‘কাটার মাস্টার’ খ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আক্ষেপ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘‘খবরটা শুনে মর্মাহত হলাম৷ নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না! আমি সবসময় আপনার দিকনির্দেশনা এবং আমার কাঁধে আপনার নির্ভরতার হাতকে মিস করব তামিম ইকবাল ভাই৷”
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘‘প্রিয় তামিম ভাই, আপনি সবসময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ৷ আপনাকে সব সময় মনে পড়বে৷ একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন৷ আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব৷ শুভকামনা আপনার জন্য৷ চিরকাল ভালোবাসি৷”
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম যেন জীবন্ত কিংবদন্তি৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি৷ এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব৷ আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ৷ খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই৷”
দারুণ ফর্মে থাকা তরুণ পেসার হাসান মাহমুদ লিখেছেন, ‘‘আমি আপনার কাছ থেকে আমার অভিষেকের ক্যাপ পেয়েছি এবং এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের এমন একজন কিংবদন্তির সাথে খেলতে পেরে আমি আনন্দিত৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপনার অবসরের কথা শুনে খুবই মর্মাহত হয়েছি৷ কখনো কল্পনাও করিনি ক্যাপ্টেন, তোমাকে আমরা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব৷”
যন্ত্রণা ভুলে সুখস্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখতে চান সৌম্য সরকার৷ তিনি লিখেছেন, ‘‘বিদায় বলা আমাদের জীবনের একটি অংশ এবং আসুন এটি নিয়ে দুঃখিত না হই৷ বরং আসুন, সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি৷ আপনি আমাদের জন্য অনেক স্মৃতি রেখে যাচ্ছেন৷ আপনাকে আমরা মিস করব৷ আপনার নতুন গন্তব্যে দুর্দান্ত একটি যাত্রা হোক৷ সব কিছুর জন্য ধন্যবাদ ভাই৷”
ব্যাটসম্যান লিটন কুমার দাস লিখেছেন, ‘‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি৷ একসাথে অনেক স্মৃতি ছিল৷ বিশ্বাস করতে পারছি না, আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না৷ আপনাকে খুব মিস করবে ভাই৷ আপনার ভবিষ্যত জীবন ভালো যাক৷”
এছাড়াও জাতীয় দলের পেসার শরীফুল হক, তাহসিন নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তামিমের বিদায় নিয়ে অনুভুতি জানিয়েছেন৷ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারতো বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল৷ আগামী জীবনের জন্য শুভকামনা৷”
‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে লিখেছেন, ‘‘তামিম ইকবালের নির্ভীক ব্যাটিংয়ের দিনগুলো জন্য আপনি সবসময় মনে থাকবেন৷ বিদায় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরাকে৷”
আরেক নাট্য নির্মাতা ও পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘‘বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে৷ প্রিয় তামিম ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ৷”
তামিমের অবসরে ব্যথিত হয়েছেন ভক্তরাও৷ তারা নিজেরদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়ও৷ মিজান রহমান নামে একজন লিখেছেন, ‘‘কৃতজ্ঞতা তামিম ইকবাল খান৷ বাংলাদেশের ক্রিকেট আজন্ম ঋণী থাকবে আপনার কাছে৷ আপনার অবসরের সিদ্ধান্তে আপনার কতটুকু ক্ষতি হলো জানিনা, তবে বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি যে হলো, সেটা বুঝতে খুব বেশি সময় লাগবে না৷”
এইচএম রাহাত হাসান লিখেছেন, ‘‘শুভকামনা তামিম! তোমার কাছে বাংলাদেশ ক্রিকেট ঋণী৷ শেষটা আরো সুন্দর হলে ভালো হতো! তবে দেশের প্রয়োজনে তোমার এই সিদ্বান্ত স্বাগত জানাই!”
সাইফুল ইসলাম লিখেছেন, ‘‘১৬ বছরের অবদান খুব সহজেই ভুলে গেলো সবাই, ধন্যবাদ এই ১৬ বছরে যা দিয়েছো তার জন্য৷”
তামিমের অবসরের সিদ্ধান্তকে সন্দেহের চোখেও দেখছেন অনেক ভক্ত৷ তাদের একজন মাসুদ রানা লিখেছেন, ‘‘একটি সিরিজ চলা অবস্থায় কীভাবে ক্যাপ্টেন অবসর নেয়, নিশ্চয়ই তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে?”
ফয়সাল আহমেদ লিখেছেন, ‘‘তামিম ইকবাল এক সময় খুব ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন৷ এটা অস্বীকার করার নয়, অবসরের সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছে, এজন্য এবং বাংলাদেশের জন্য যা করে গেছে সেজন্যও আমরা তাকে সন্মানের চোখে মনে রাখব৷”