তারেক-জুবায়দার সাজার প্রতিবাদে কাল বিএনপির বিক্ষোভ : ফখরুল
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দুদকের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার রায় ‘ফরমায়েশী’ আখ্যা দিয়ে শুক্রবার ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করে অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় আদালতকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে যথাক্রমে নয় ও তিন বছরের কারাদন্ড দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ।
রায় ঘোষণার পরদিন রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, দেশের চলমান সংকট সৃষ্টি হয়েছে আদালতের হাত ধরে। বিএনপির নেতাদের সাজা দিয়ে সরকার পতনে এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না।
রায়ের প্রতিবাদে শুক্রবার ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বাদ জুমা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
পরে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরকে দেখতে হাসপালে যান তিনি।
নুরের উপর হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।