তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার শুনানি রয়েছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আদালেত আজ রুলের লিখিত জবাব দেবে বিটিআরসি। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের নির্দেশে আজ শুনানি হবে। মঙ্গলবার সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ে রুলের চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। এর আগে, হাইকোর্টের নির্দেশে রুলের নোটিশ তারেক রহমানের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয় বলে আদালতকে জানান রিটকারীরা। এছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়।