তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এক এগারোর সময় দায়ের করা ৪টি চাঁদাবাজির মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির আইনজীবীরা জানান, ২০১২ সালের আপিল ডিভিসনের দেয়া এক সিদ্ধান্ত অনুযায়ী এধরনের রাজনৈতিক মামলা চলতে পারে না। এক এগারোর সময় আওয়ামী নেতাদের নামে দায়ের করা মামলা গত ১৫ বছরে প্রত্যাহার হলেও বিএনপি নেতাদের নামে মামলাগুলো এতদিন চলমান ছিল।এসময় কায়সার কামাল জানান, আইনি লড়াইয়ের মাধ্যমে মামলা মোকাবিলা করবেন তারেক রহমান। তারেক রহমানের নামে আওয়ামী সরকারের আমলে দায়ের করা ৮০টির অধিক মামলা আছে।