তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের রিট মামলার রুল শুনানির দিন আগামী ২৯ মে ধার্য
- আপডেট সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
২০০৭ সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের রিট মামলার রুল শুনানির দিন পিছিয়ে আগামী ২৯ মে ঠিক করেছে হাইকোর্ট।
তারেক-জোবায়দার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এদিন ঠিক করেন। এর আগে গতকাল ১৫ বছর পর ২০০৭ সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের রিট মামলার রুল শুনানির জন্য ২০ এপ্রিল দিন ঠিক করেছিলো আদালত। ২০০৭ এর ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।