তালেবানের অনুমতি না পাওয়ায় চট্টগ্রামের আফগান ছাত্রীরা কাবুল এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারছেন না
- আপডেট সময় : ০৮:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
তালেবানের অনুমতি না পাওয়ায় চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আফগান ছাত্রীরা কাবুল এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারছেন না। অভাবনীয় দুর্ভোগ ও উৎকন্ঠায় বিমান বন্দরের বাইরে সময় কাটছে তাদের। বিমান বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণের ঘটনা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপেক্ষমান সেই ১৬০ আফগান ছাত্রীর সঙ্গে বিশেষ ফ্লাইটে দেশে ফেরার জন্য অপেক্ষায় আছেন ১৫ বাংলাদেশীও।
দেড় বছর আগে করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে এসব ছাত্রীরা নিজ দেশে যান। তাদের সাথে বেড়াতে যান কিছু বাংলাদেশী শিক্ষার্থীও। এখন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু হওয়ায় তারা চট্টগ্রামে ফিরতে বিপাকে পড়েছেন। মার্কিন বাহিনী ও তালেবানের অনুমতি ছাড়া কেউ সেইফ প্যাসেজ পাচ্ছেন না। আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর বিভিন্ন দেশ- নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে মার্কিন সৈন্য, দূতাবাস কর্মী ও মার্কিন বাহিনীতে কর্মরত অনুবাদকসহ অন্য সহযোগী ও তাদের পরিবারের সদস্যদের আফগানিস্তানের বাইরে নিয়ে আসার জন্য কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দিতে ৬ হাজার মার্কিন সৈন্য, ১ হাজার ব্রিটিশ ও ন্যাটো সৈন্য মোতায়েন রয়েছে। এদিকে, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশীদের জন্য তাদের পরিবারে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।