তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের পেট্রোবাংলার সামনে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আবাসিক ও বাণিজ্যিক ভবনে গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়েছেন তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদ।
সকালে রাজধানীর কারওয়ান বাজার পেট্রোবাংলার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
সরকার দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ বন্ধ বাখায় বিপাকে পড়েছে ঠিকাদার ও গ্রাহকরা। এসময়ে এলপিজি গ্যাসের সমালোচসা করে বক্তারা অভিযোগ করেন, কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় খোলাজাত গ্যাস বতোলজাত করে দ্বিগুণ দাম আদায় করা হচ্ছে বলে দাবি করেন গ্রাহকরা।আর, অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আবাসন ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ চালু করতে সরকারের হস্তক্ষেপ চান তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের নেতারা। আর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পেট্টো বাংলা ও তিতাস গ্যাস কোম্পানী কোন মন্তব্য করতে রাজী হয়নি। তবে, নতুন সংযোগের বিষয়টি এড়িয়ে অবৈধ সংযোগের তথ্য পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় সংস্থাটি।