তিনজনের খোঁজে সাতদিনের মতো উদ্ধার অভিযানে ডুবুরিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পঞ্চড়গড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৭ম দিনের মতো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
সকালে করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকা থেকে ৩টি দলে ভাগ হয়ে প্রায় ৭০জন উদ্ধারকর্মী নদীর ভাটি অংশে সাঁড়াশি অভিযান চালাবে বলে জানান, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মাহাবুবুল আলম। গত ৬দিনের অভিযানে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী এখনো নিখোঁজ শিশুসহ ৩ জন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত ৫ সদস্যেরর তদন্ত টিম আজ পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।