তিনজনের দেহে ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্তের পর আতঙ্কে এখন পুরো ইউরোপ
- আপডেট সময় : ০১:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ইতালিতে তিনজনের দেহে ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্তের পর আতঙ্কে এখন পুরো ইউরোপ। মহামারিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ৯২৪। কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ইতালিতে তিনজনের দেহে শনাক্তের পর জরুরি বৈঠকে ডেকেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন এ করোনাটি ইতিমধ্যে প্রায় এক মাস হয়ে গেছে ইতালিতে। এ বিবর্তনের ফলে ব্রিটেনের ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছেন। ফলে নতুন ভাইরাস আতঙ্কে এখন ইউরোপ।
এদিকে, বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৭৭ লাখ। মহামারিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ৯২৪।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এটি ‘নেওয়া নিরাপদ’, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে এ বার্তা পৌঁছে দিতেই তিনি টিকাটি নিয়েছেন বলে জানান। ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ অনেক রাজনীতিক নেতা ফাইজারের এ টিকাটির প্রথম ডোজ নিয়েছেন।
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন এশিয়ার মধ্যে প্রথম পেল সিঙ্গাপুর। সোমবার এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে আসে। স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেয়া হবে। সোমবার টিকার প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
এছাড়া, মহামারীর মধ্যেই করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন ‘রূপ’ এর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।