তিনশ’ টাকা মজুরি দাবি : কাজে যোগ দেয়নি বেশিরভাগ বাগান শ্রমিক
- আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে সিলেট অঞ্চলে চলছে চা শ্রমিকদের কর্মবিরতি। প্রধানমন্ত্রীর আশ্বাসে কেউ কেউ সোমবার কাজে যোগ দিলেও, আজ আবার ধর্মঘটে ফিরেছেন সিলেট ও মৌলভীবাজারে চা-শ্রমিকরা। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে ১৫ দিন কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন হবিগঞ্জের ২৪ চা বাগান শ্রমিকরা। উদ্ভুত পরিস্থিতিতে ২৫ আগস্ট শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
ন্যায্য মজুরির দাবিতে সিলেটে বিক্ষোভ চা শ্রমিকরদের বিক্ষোভ চলছে। সোমবার কয়েকটি বাগানে শ্রমিকদের কাজ করতে দেখা গেলেও মঙ্গলবার অনেককেই কাজে ফেরেন নি। নেতারা জানিয়েছেন, সংকট নিরসনে সকালে সিলেটে ভ্যালির শ্রমিক নেতারা বৈঠকে বসেছেন।
শ্রমিক নেতাদের ঘোষণায় একাত্মতা জানিয়ে মৌলভীবাজারের অধিকাংশ চা বাগান ছিলো সুনসান। কাজে যাননি শ্রমিকরা। জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের সিদ্ধান্ত আশ্বস্ত হতে পারেন নি অনেকেই। ফলে দ্বিধাবিভক্ত হয়ে চলছে কর্মবিরতির কর্মসূচি। শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানিয়েছেন, একটি মহল শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এদিকে, ৩০০ টাকা দৈনিক মুজুরী পাওয়ার দাবিতে আন্দোলনের ১৫তম দিনেও কর্মবিরতি চলছে হবিগঞ্জের চা বাগানগুলোতে। ২৪টি বাগানের শ্রমিকরা নিজ নিজে বাগানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। জেলা প্রশাসক শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। চা শ্রমিকরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে। শ্রমিকরা বলছেন, কাজে ফেরার জন্য এখনো কেন্দ্রীয় নেতা ও ভেলি প্রধানদের নির্দেশনা পাননি।
দাবী মানলেই তারা কাজে যোগ দেবেন।