তিন চাকার গাড়ি ও মটরসাইকেল সড়কের জন্য বড় উপদ্রব : কাদের
- আপডেট সময় : ০৪:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
তিন চাকার গাড়ি ও মটরসাইকেল সড়কের জন্য বড় উপদ্রব, এজন্য নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাইওয়ে পুলিশের পাশে বিআরটিএয়ের সক্ষমতা বাড়াতে হবে।
দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে একথা বলেন। তিনি জানান, এক্সিডেন্ট নিয়ে দুর্ভাবনার শেষ নেই। বেপরোয়া চালক, মোটরসাইকেলের গতি, ত্রি হুইলার দুর্ঘটনার জন্য দায়ী। রোড সেইফটি প্রোগ্রাম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারের অর্জনকে ম্লান করে এ শহরের লক্কর ঝক্কর বাস। এত গরীব গরীব চেহারার বাস দেখে লজ্জা লাগে জানিয়ে তিনি এগুলোর সমাধান চান। এভাবে চলতে পারে না। বিদেশীরা যখন এসে মেট্রোরেল দেখে তখন এসব বাস দেখার পর লজ্জা লাগে। হানিফ ফ্লাইওভারে সমস্যা আছে। টোল বাড়ানোর জন্য দীর্ঘ সময় জ্যামের সমস্যা সৃষ্টি করা হয় কিনা খতিয়ে দেখতে হবে। ঈদের পরে নজরদারি কমে যায় বলে এক্সিডেন্ট বাড়ে। দোষ না চাপিয়ে সমস্যা সমাধান ও বাসের ফিটনেস ঠিক করার তাগিদ দেন ওবায়দুল কাদের।