তিন মাসের শিশুকে চুরি করে মুক্তিপণ নিয়ে হত্যার ঘটনায় ৩ আসামীর যাবজ্জীবন
- আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমান্ত মা-বাবার কোল থেকে তিন মাসের শিশু আবদুল্লাহকে চুরি করে মুক্তিপণ নিয়ে হত্যার ঘটনায় তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ মার্চ রাত ৩টার দিকে ঘুমন্ত মা-বাবার কোল থেকে দুর্বৃত্তরা ওই শিশুকে চুরি করে নিয়ে যায়। ঘুম থেকে জেগে তারা দেখতে পান বিছানায় শিশু আবদুল্লাহ নেই। ব্যবহৃত মোবাইল ফোনটিও নেই। জানালার গ্রিল ও দরজা খোলা রয়েছে। অন্য ঘরের সব দরজা বাইরে থেকে আটকিয়ে রেখেছে দুর্বৃত্তরা। ওই দিনই অপহৃত শিশুটির বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত অপহরণকারীদের নামে মামলা করেন। পরে শিশুটির মুক্তির জন্য মোবাইল ফোনে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা ধরা পড়ে।
এদিকে, জামালপুরে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।