তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মশা নিয়ন্ত্রণে ১৮২ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে গুলশানে নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। অনুদান নির্ভর নতুন এ বাজেট, ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এক হাজার দুইশ ৩৪ কোটি ৬৩ লাখ টাকা বেশি।
গুলশানের নগর ভবনে, রাজস্ব আয় ১ হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা আর উন্নয়ন ব্যয় এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা নির্ধারণ করে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
ডেঙ্গু পরিস্থিতির তিক্ত অভিজ্ঞতায়, মশা নিয়ন্ত্রন কার্যক্রমে বাড়তি বরাদ্দের কথা জানান তিনি।
প্রশ্নোত্তরে বাজেট বাস্তবায়নের নানা চ্যানেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি দেন মেয়র।
নতুন এ বাজেট মেয়র আতিকুল ইসলামের প্রথম হলেও ডিএনসিসির চলতি মেয়াদের শেষ বাজেট।