তিস্তার পানি বিপদসীমার ওপরে
- আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
তিন দিনের টানা বর্ষণ ও ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলাসহ রংপুরের কয়েক উপজেলার ১০ হাজার মানুষ এখন পানিবন্দী। পানির চাপ মোকাবিলায় দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরের এ নদীর পানি। সকাল ৬টায় রংপুরের কাউনিয়া পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। আবারও বন্যার আশঙ্কায় আতংকিত তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। এ নিয়ে ১০ বারের মতো বন্যার কবলে পড়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। বিগত বন্যায় শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান বলে দাবি করেছে জেলা প্রশাসন। উজান ও টানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ-নদীর পানিও। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় ভাঙন দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষেরা।