তিস্তা চুক্তি সই হলেও এখনো বাস্তবায়ন করেনি দিল্লী : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
তিস্তা চুক্তির প্রতি পাতায় ভারত-বাংলাদেশ উভয় পক্ষের অনুমোদনের সই আছে। তবে তা এখনো বাস্তবায়ন না করে দিল্লী- মমতার আপত্তির অজুহাতে আলোচনা জিইয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এলে পানিবন্টের বিষয়ে অথবা নতুন কোন চুক্তি সই না হলেও তিনটি সমঝোতা স্মারক সই হবে। দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ কে কখন বাংলাদেশে আসবেন এবং কোন কোন অনুষ্ঠানে অংশ নেবেন, সে বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সবার আগে ১৭ মার্চ আসছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাকসে আসবেন ১৯ মার্চ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী আসবেন ২২ মার্চ এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আসবেন ২৪ মার্চ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন চুক্তি সই হবে কিনা সে প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রী।
প্রতিবেশী অন্যান্য দেশকে দাওয়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সার্কের দু’টি দেশকে আমন্ত্রণই জানানো হয়নি।
বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদী সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফরে যাবেন। এটি পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে কোন প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে ড. মোমেন বলেন, সেটি তার জানা নেই।