তিস্তা ব্যারেজের বেশ কয়েকটি গেট খুলে দিয়েছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই তিস্তা ব্যারেজের বেশ কয়েকটি গেট খুলে দিয়েছে ভারত। ছাড়া হয়েছে রেকর্ড ২ লাখ ৫২ হাজার কিউসেকের বেশি পানি।
অরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর। ফলে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এদিকে, লালমনিরহাটের তিস্তা নদীতে হু হু করে পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে হাতীবান্ধার দোয়ানী ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বইছে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে। হুমকির মুখে ফ্লাড বাইপাস রাস্তা। প্লাবিত হয়েছে ব্যারাজ এলাকার ভাটির দিকে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো। ভোর থেকে পানিবন্দি আছেন তিস্তার চর এলাকায় ১০ হাজার পরিবার।