ঢাকাসহ ১২ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস : আবহাওয়া অফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে তীব্র বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বেশি হতে পারে। এই তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হলেও কমবে বর্ষণের তীব্রতা। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অবশ্য দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময় বিশেষে দ্রুত বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।