তীব্র তাপদাহে নাকাল ফেনীবাসী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে নাকাল ফেনীবাসী। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও নারীরা।
অধিকাংশ শিশু রোগী জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফেনী জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। সিট না পেয়ে অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।