তীব্র তাপদাহ অব্যাহত থাকায় তিন দিনের হিট অ্যালার্ট জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৭১০ বার পড়া হয়েছে
দেশজুড়ে তীব্র তাপদাহ অব্যাহত থাকায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, গরমের তীব্রতা আরো বাড়তে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। শ্রমজীবী মেহনতি মানুষ এমন গরমে চরম দুর্ভোগে পড়েছেন।
আকাশে নেই কোনো কালো মেঘের দেখা। সরাসরি সূর্যের কিরণ, প্রখর রোদ আর সেখান থেকেই তীব্র গরমে নাকাল নগরবাসী। রোদের সাথে সাথে বাতাসে জলীয়বাষ্প অধিক মাত্রায় থাকার কারণে অস্বস্তি আরও বেশি। পথচারী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরাও রয়েছে কষ্টে। বাধ্য হয়ে রোদেও কাজে নামতে হচ্ছে তাদের। আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই কোনো খুশির বার্তা। এই তাপদাহ থেকে কেবল বজ্র ঝড় হলেই মিলবে পরিত্রাণ এমনটাই জানান এই আবহাওয়াবিদ। তাপদাহ আগামী মে মাসেও থাকবে। আগামী তিন দিন অতি তাপপ্রবাহ বয়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।