তীব্র তাপদাহ ও ভাইরাসের মারা যাচ্ছে বাগেরহাটের বাগদা চিংড়ি
- আপডেট সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৮০৩ বার পড়া হয়েছে
মৌসুমের শুরুতেই তীব্র তাপদাহ ও ভাইরাসের কারণে, বাগেরহাটে আশঙ্কাজনক হারে মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। এমন বিপর্যয়ে মারাত্মক ক্ষতির মুখে চিংড়ি চাষীরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ভাইরাসের পাশাপাশি ঘেরে পানি স্বল্পতা, অস্বাভাবিক তাপমাত্রা ও হঠাৎ বৃষ্টির কারণে চিংড়িতে মড়ক লেগেছে।
দেশের সবচেয়ে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় বাগেরহাটে। জেলায় উৎপাদিত চিংড়ির ৯০ শতাংশই রপ্তানি হয় বিদেশে। করোনার নানা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টার মধ্যে চিংড়িতে মড়ক লাগায় মরার উপর খাড়ার ঘা হয়েছে চাষিদের। বাগদা চিংড়ি উৎপাদনের ভরা মৌসুমে ঘেরে চিংড়ি মারা যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন তারা।
অধিকাংশ ঘেরের বাগদা চিংড়ি মারা গেছে বলে জানান মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি। আর মড়করোধে সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, রামপাল ও মোংলার ৬ টি ইউনিয়নে বেশিরভাগ চিংড়ি মারা গেছে। তিনি জানান, মারা যাওয়া চিংড়ির নমুনা সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
দ্রুত ভাইরাস প্রতিরোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন- এমনটা প্রত্যাশা চিংড়ি চাষীদের