তীব্র দাববাহে পুড়ছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী অঞ্চল
- আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
তীব্র দাববাহে পুড়ছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী অঞ্চল। মাঝারী ও মৃদু তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আগামী একসপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস।
রাজশাহীতে প্রতিদিন বেড়ে চলেছে দিনের তাপমাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, রাজশাহীতে বইছে মৃদু তাপদাহ। এরই জেরে দিনের তাপমাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। দিনভর রোদের তেজ আর তীব্র গরমে রোজাদারদের পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। আবহাওয়া অফিস বলছে, এই দাবদাহ কমাতে পারে কেবল বৃষ্টিপাত। কিন্তু সেই কাঙ্ক্ষিত বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত।
চুয়াডাঙ্গায় মাঝারি দাবদাহ বয়ে চলেছে। টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। গরমে এখানে হাঁসফাঁস অবস্থা। জেলার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। তাই এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে মৌসুমী সবজী চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। হাসপাতাগুলোতে বেড়েছে জ্বর ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। আবহাওয়ার এই অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।