তীব্র দাবানলের কারণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
তীব্র দাবানলের কারণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
শুক্রবার এই জরুরি অবস্থা ঘোষণা করে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। এসময় কর্মকর্তারা জানান, ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিত সৃষ্টি হয়েছে। এই দাবানলে এরইমধ্যে ক্যানবেরার দক্ষিণাঞ্চলে ১৮ হাজার ৫’শ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার থেকেই ক্যানবেরা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। গেলো বছরের সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় এই দাবানল শুরু হয়। এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১১ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা।