তীব্র শীতে স্থবির উত্তরাঞ্চলের জনজীবন
- আপডেট সময় : ০৪:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
তীব্র শীতে স্থবির উত্তরাঞ্চলের জনজীবন। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অনেক স্থানে গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতে বেকার খেটে খাওয়া মানুষ।
পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসের নিচে। সকালে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে বাড়বে শীত। দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা থাকায় রোদ উঠছে দুপুরে। কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে জেলায় একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।