তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
- আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় আবারো জেঁকে বসেছে শীত। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শীতে চরম বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
কুড়িগ্রামে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। সুর্যের দেখা মিললেও কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় কাহিল সাধারণ মানুষ। তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন ছিন্নমুল ও হতদরিদ্র মানুষ।
সীমান্তবর্তী দিনাজপুরে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। বিপর্যস্ত সাধারণ মানুষ। মাঠে যেতে পারছেন না কৃষি শ্রমিকরা।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ডায়রিয়া, জ্বর সর্দি, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীদের ভীড়।
নওগাঁয় জেলাজুড়ে বইছে হিমেল ঠান্ডা হওয়া। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে ৯/১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। মেঘলা আকাশে সূর্যের তেজ কম থাকায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ।
গোপালগঞ্জে ঘন কুয়াশার সাথে ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দূর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।