তীব্র শীত ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লাপাড়ার জনজীবন
- আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
তীব্র শীত ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনজীবন। বেশি কষ্টে পড়েছেন দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ।হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। জরুরী কাজ ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না কেউ। এদিকে এখনো সরকারি কোন সহযোগীতা পায়নি বলে দাবি ছিন্নমুল মানুষের।
ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্য প্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে সকালে সূর্যের দেখা মিলছে না। ঘনকুয়াশায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বগুড়া-পাবনা মহাসড়ক ও অঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। দরিদ্র ও শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।
এখন পর্যন্ত সরকারি কোন ধরনের সহযোগীতা কপালে জোটেনি বলে দাবি এই ছিন্নমুল মানুষদের। শীতজনিত কারনে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই শিশু সন্তানদের মাকে শিশুদের প্রতি বেশি করে খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাদের মাধ্যমে সরকারি কম্বল বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।সরকারি সুযোগ সুবিধা ছিন্নমুল মানুষদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।