তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আপন দুইভাই নিহত
- আপডেট সময় : ০৯:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আপন দুইভাই নিহত হয়েছে। এসময় আহত হয় আরো একজন।
গেলরাতে উপজেলার টেঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে স্বপরিবারে পালিয়েছে ঘাতক তিন ভাই। পুলিশ জানায় তাদের আটকে অভিযান শুরু হয়েছে। স্বজনদের দাবি, শ্রমিক হিসেবে কাজে নেয়ার কথা বলতে গেলে প্রথমে আব্দুর রহমানকে মারপিট করে ঘাতক মুকুল হোসেন। প্রতিবাদ করতে গেলে মুকুল, তার ভাই বিপুল ও বেল্লাল মিলে আব্দুর রহমান, তার ছেলে রাজু খান ও ভাই ইউনুস আলীকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে পাঠালে চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয় একজন। গতরাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনজনের পথ রোধ করে নৃশংসভাবে কোপানো হয়। এতে ঘটনাস্থলে কামরুল মাতুব্বর নিহত হন। আহত ২ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় সলেমান।
এদিকে, কক্সবাজার সদরের পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদ মারা যান।
মৌলভীবাজারের রাজনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিমলা আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।