তুচ্ছ ঘটনায় রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনায় রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে খেলার মাঠে নিজামুল ইসলাম অথেলের ছোট ছেলের সাথে প্রতিবেশী হ্যাপির ছেলের হাতাহাতি হয়। এ নিয়ে গতকাল বিকেলে হ্যাপির কাছে নালিশ করেন অথেল। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অথেলকে পিটিয়ে আহত করেন হ্যাপি। পরে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অথেল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি রাজারহাতা এলাকার বাসিন্দা।