তুচ্ছ ঘটনায় লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজারকে হত্যা করেছে শিক্ষানবিশ হেলপার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনায় লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজার লিটনকে হত্যা করেছে শিক্ষানবিশ হেলপার ইউসুফ। গতকাল নরসিংদী থেকে ইউসুফকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এ তথ্য।
সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন সিইআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, সুপারভাইজার রিয়াদ কয়েকদিন ট্রেইনি হেলপার হিসেবে ইউসুফকে কাজ করতে বলে। তার দৈনিক পারিশ্রমিক চার’শ টাকা লেনদেন নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে, এক পর্যায়ে বাসে থাকা রড দিয়ে পিটিয়ে রিয়াদকে হত্যা করে ইউসুফ। সিআইডি গতকাল নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে।