তুরস্ককে ইইউ’র সদস্য করতে আবারও এরদোগানের আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
তুরস্ককে ইইউর সদস্য করতে আবারও এরদোগানের আহ্বান
ইউরোপীয় ইউনিয়ন প্রতি তুরস্ককে সদস্য করতে আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইউরোপীয় ইউনিয়ন গঠনের বার্ষিকী উপলক্ষে তিনি শনিবার এক চিঠিতে ওই আহ্বান জানান। তুরস্ককে সদস্য করলে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এই জোট শক্তিশালী হয়ে উঠবে । আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি । সদস্যপদ লাভের জন্য তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের আবেদন করে । ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্তবিরোধ অন্যতম।