তুরস্কে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তুরস্কের পূর্বাংশে- ইরান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোলে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের উত্তর-পশ্চিমাংশ। তবে তুরস্কের ভ্যান প্রদেশে ভূমিকম্পটি শক্তিশালীভাবে আঘাত হানে। এই ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে অনেক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা। এর আগে গেলো জানুয়ারিতে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ৪১ জন নিহত হয়েছিলো। এছাড়া ওই ভূমিকম্পে আহত হন প্রায় ১ হাজার ৬০০ জন।