তৃতীয় দফার অবরোধ কর্মসূচির শেষ দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির শেষ দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিক।
টানা ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিনে সন্ধ্যায় রাজধানীতে ৪টি বাসে আগুন দেয়া হলেও তার কোনও প্রভাব পড়েনি আজ। একদফা দাবি আদায়ে দ্বিতীয় দিনেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। সকাল ৮টায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন তিনি। তৃতীয় দফা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।