তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে রেব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। বেশিরভাগ কেন্দ্রে ছিল না ভোটারদের চিরচেনা লাইনও। ভোটাররা বলছেন, নির্বাচনের সব আয়োজন থাকলেও নেই কোনো আমেজ। এজন্য ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। তৃতীয় ধাপে
১১২ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবসহ নানা জটিলতায় ২২ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের এই ধাপে ১ হাজার ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯৯
জন ।