তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভার ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভার ভোটগ্রহণ চলছে। সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় লাকসাম পৌরসভায় ভোট হচ্ছে না। এছাড়া একইসঙ্গে দুই পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় মেয়র পদে ভোট হচ্ছে ৬১টিতে। আর প্রার্থী মারা যাওয়ায় ত্রিশালের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
দুই ধাপে ৮৪ পৌরসভায় নির্বাচনের পর, তৃতীয় ধাপে আজ ভোট হচ্ছে ৬৩ পৌরসভায়। এই ধাপে সব পৌরসভায় ভোট হবে ব্যালটে। নির্বাচনী এলাকায় ভোটের দিন ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাকি ৬১ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩২ জন। ৬৩ পৌরসভায় সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ হাজার ৩৭৪ জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৯ জন প্রার্থী লড়বেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি ভঙ্গ করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে, টুঙ্গিপাড়া, লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগে স্থগিত হওয়া পাবনার সুজানগর পৌরসভা যুক্ত হলে মোট ৬৫ পৌরসভায় ভোট হবার কথা ছিলো। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত ও কুমিল্লার লাকসাম পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শেষ পর্যন্ত ৬৩ পৌরসভায় ভোট হবে।