তৃতীয় ধাপে হবে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে হবে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচন। ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চায় পৌরবাসী। এদিকে জমে উঠেছে কুড়িগ্রামের উলিপুর পৌর নির্বাচন। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি থাকায় হাকিমপুর পৌরসভা বেশ গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় জমজমাট পুরো এলাকা। পথসভা ও উঠান বৈঠকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মডেল পৗরসভার দাবি করছে ভোটাররা। মাদক-সন্ত্রাস মুক্ত ও ব্যবসাবান্ধব পৌরসভা গড়াই লক্ষ্য বলে জানান, মেয়র প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় নির্বাচন অফিস। এখানে ভোটার রয়েছেন ২১ হাজার ছ’শ ৩১ জন।
৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। উন্নয়নের স্বার্থে ভোটাররা নৌকায় ভোট দেবেন বলে মনে করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি’র প্রার্থী। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায় ভোটাররা। মোট ভোটারের মধ্যে নারী ১৯ হাজার তিন’শ ৭৬ ও পুরুষ ১৮ হাজার পাঁচ’শ ৩৯ জন। ১৯৯৮ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়।