তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পসহ চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক
- আপডেট সময় : ০৭:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নেও জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পসহ চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কোভিড মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের প্রস্ততি ও সক্ষমতা বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করেন তিনি । অর্থনীতিকে সচল রাখতে এবং ভ্যাক্সিন এর সুলভ প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ প্রস্ততি নেয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একনেক সভায় অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে পরিকল্পনা কমিশন। অনুমোদিত প্রকল্পগুলোতে ব্যয় হবে ২ হাজার ১১৫ কোটি ২০ লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন ও সমান পরিমান বৈদেশিক ঋণ নেয়া হবে।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটান।