তেলের দাম আবার বৃদ্ধির প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ে : জ্বালানি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে কমলেও জ্বালানি তেলের দাম আবারো বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে, জ্বালানি তেলের দাম বাড়ার আশংকা থেকেই এ প্রস্তাব পাঠানো হয়েছে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড রোডম্যাপ বিষয়ক অনুষ্ঠানে একথা জানান প্রতিমন্ত্রী। স্মার্ট গ্রিড ছাড়া রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলেও জানান নসরুল হামিদ।
রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ ফেজ টু’ শীর্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিমেন্ট দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশে স্মার্ট প্রযুক্তির সরঞ্জাম আনা হবে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডের সাথে সমন্বিত হবে স্মার্ট গ্রিড। পরে সাংবাদিকদের সঙ্গে আলপকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে কথা বলেন তিনি। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ দেশের জন্য দুশ্চিন্তার হলেও আপাতত শঙ্কার কিছু নেই বলেও জানান নসরুল হামিদ।