তেলের দাম ও ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম ও ভাড়া বাড়ানো সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণের পকেটের টাকা লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকায় এক মানববন্ধনে একথা বলেন মির্জা ফখরুল। দারিদ্র্যের কারণে দেশে আত্মহত্যা বেড়েছে দাবি করে সেদিকে সরকারের নজর না দেবার অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের আয়োজক বিএনপি। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নির্ধারিত জায়গায় জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা সিন্ডিকেট করে সব জিনিষের দাম বাড়াচ্ছে।
কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রথমবার ডিজেল কেরোসিনের দাম এবং পরে বাস-লঞ্চের ভাড়া বাড়িয়ে দুইবার জনগণের পকেট কাটলো সরকার। বলেন, দারিদ্র্য বাড়ায় আত্মহত্যাও বাড়ছে, সরকারের সেদিকে নজর নেই।
কোথাও কোনো জবাবদিহিতা নেই উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন জণগণের ভোগান্তি বাড়তেই থাকবে।
মানববন্ধন থেকে দুদিনের নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়া সব মহানগর এবং ১২ নভেম্বর জেলা-জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।